রাজনীতি গণতন্ত্র পরিবারতন্ত্র ইত্যাদি ভাবনা

পূর্ব প্রকাশিতের পর :

পৃথিবীর কোনো ধর্ম মিথ্থাকে প্রশ্রয় দিয়েছে কিবা সত্য গোপন করতে বলেছে বলে আমার জানানেই ! সকল ধর্মই সত্যকে সবার উপরে স্থান দিয়েছে বলেই দেখেছি ! ধর্মের সবথেকে বড় গুন মানুষকে সত্য ও সুন্দরের পথে চলার শিক্ষা দেয়া আর মিথ্থাকে বর্জন করার শিক্ষা দেয়া ! পৃথিবীর অধিকাংশ ধর্মেই সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখতে বলেছে ! পাপ পুণ্য মূলত সত্য মিত্

থারী ওপর নাম বলাচলে ! চুরি ডাকাতি খুন ধর্ষণ কোনো ধর্ম অনুমোদন করেছে বলে আমার চোখে পরে নাই ! সত্য গোপন অথবা মিথ্যার প্রতিবাদ না করা একই কথা বলেই মনে হয় ! আদিম মানুষের পরবর্তী পর্যায় ধার্মিক মানুষ বললে মনে হয় খুববেশী বলা হবেবলে মনে হয়না ! আদিম সমাজে রাজধর্ম গোষ্টি বা দল ধর্ম বলে বিবেচিত হত ! যার পরবর্তী পর্যায় রাজনীতি বলে সরল ভাবে রাজ্য পরিচালনার নীতিকে বা রাজার নীতি বলে চলতে থাকে ! পরিবারতন্ত্র অনেকটা সেই রাজতন্ত্রেরই অন্ননাম বলে আমার মনে হয় !
সাধারণ প্রজারা যখন থেকে নিজেকে মানুষ বলে ভাবতে শিখল আর সে শিক্ষা তাদের দিল ধর্ম ; তখন তারা ধর্মকে আপন ভাবতে শুরু করলো ! পৃথিবীর প্রায় সকল উন্নত ধর্মের প্রবর্তকি সাধারণ পরিবার থেকে এসেছেন ! মহান গৌতম বুদ্ধ যদিও রাজ পরিবারে জন্ম নিয়েছিলেন কিন্তু ধর্ম প্রচারে তিনি রাজত্ব বা রাজ সিংহাসন আরোহন না করে সাধারণের কাতারে সামিল হন !
আর যুগে যুগে যত নবী রাসুল এসেছেন তারা সবাই দীনহীন পরিবার থেকেই এসেছেন ! মানুষকে এই মহান মানুষগণ সত্য ও সুন্দরের পথে পরিচালনা করার চেষ্টা করেছেন ! আধুনিক রাষ্ট্র চিন্তার উত্কৃষ্ট দিক আমার কাছে গণতন্ত্র বলেই মনে হয় ! কারণ সত্যিকারের গণতন্ত্রের মাধ্যমেই কেবল মানুষের স্বাভাবিক সুন্দর বিকাশ সম্ভব ! যদিও মুর্খের গণতন্ত্র মানুষের সত্তিকারে মুক্তি আনতে পারেনা ! বরং অধিকাংশ ক্ষেত্রে সমাজের বিত্তশালী মানুষগুলো অর্থ ও পেশিশক্তি বেবোহার করে কিংবা ধর্মের অপবাবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করে ! মানুষকে অশিক্ষিত অর্ধশিক্ষিত রাখা কোনো ধার্মিক মানুষের কাজ হতে পারেনা ! .........চলবে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational