- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ইদানিং
কিছু কিছু মানুষ দেখি নিরাকার অকারণে !
না নয় চেহারায় আচারে আচরণে বাহিরের আবরণে !
প্রচারে প্রসারে মনে হয় ধার্মিক অন্তত বচনে !
যতটুকু কথনে তার কিঞ্চিত যদি থাকত পালনে !
সমাজটা বদলে যেত সত্তি দুদিনে !
এদেরকে ধর্মে বলে বুঝি এক নামে মুনাফেক !
কথা আর কাজে থাকে ফারাক সে অনেক !!
মৌসুমী ধার্মিক আছে আরো ততোধিক !
উচ্চ কন্ঠ দেখো ফোটাতে সে নির্র্ভিক দাম্ভিক !
কথা শুনে মনে হয় বুঝি তার অবতার !
পান্শালাতে গাজী সব তার অধিকার !
খুব ভোরে উঠে গিয়ে পানি ঢালে গা ভোরে !
অফিসেতে দুর্বার ঘুষ পেলে সাবারে !
কিস্তি মাথায় দিয়ে প্রার্থনা আহারে !!
দল তার একটাই যাই কর তাই কর টাকা তার চাই চাই !
নারী গাড়ি সবি চলে কোনো কিছু মানা নাই !
এযে কোন ধর্ম বাংলায় এলো ভাই !
কত শত বই ঘেটে পেলামনা খুঁজে তাই !
ধর্মের দল গুলো এই সবে ভর্তি !
কথা কাজ যাই বলে মিথ্যে সত্তি !
ভাবে মোরা নাবালক তারা করে ফুর্তি !!
এই সব দেখে হাসি ভাবি তাই যাই কোথা ?
নির্বাক কত রব আর কত সব ব্যথা ?
কবে জানি শুনি ভাই ওরা সবে গর্তে !
মাটিতে গেছে মিশে তারা মাটিটাকে উর্বর করতে !!
জাহিদ ডাক্তার , ঢাকা ১০ ই আগস্ট , ২০১২ খ্রি :
সমাজটা বদলে যেত সত্তি দুদিনে !
এদেরকে ধর্মে বলে বুঝি এক নামে মুনাফেক !
কথা আর কাজে থাকে ফারাক সে অনেক !!
মৌসুমী ধার্মিক আছে আরো ততোধিক !
উচ্চ কন্ঠ দেখো ফোটাতে সে নির্র্ভিক দাম্ভিক !
কথা শুনে মনে হয় বুঝি তার অবতার !
পান্শালাতে গাজী সব তার অধিকার !
খুব ভোরে উঠে গিয়ে পানি ঢালে গা ভোরে !
অফিসেতে দুর্বার ঘুষ পেলে সাবারে !
কিস্তি মাথায় দিয়ে প্রার্থনা আহারে !!
দল তার একটাই যাই কর তাই কর টাকা তার চাই চাই !
নারী গাড়ি সবি চলে কোনো কিছু মানা নাই !
এযে কোন ধর্ম বাংলায় এলো ভাই !
কত শত বই ঘেটে পেলামনা খুঁজে তাই !
ধর্মের দল গুলো এই সবে ভর্তি !
কথা কাজ যাই বলে মিথ্যে সত্তি !
ভাবে মোরা নাবালক তারা করে ফুর্তি !!
এই সব দেখে হাসি ভাবি তাই যাই কোথা ?
নির্বাক কত রব আর কত সব ব্যথা ?
কবে জানি শুনি ভাই ওরা সবে গর্তে !
মাটিতে গেছে মিশে তারা মাটিটাকে উর্বর করতে !!
জাহিদ ডাক্তার , ঢাকা ১০ ই আগস্ট , ২০১২ খ্রি :
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন