রাজনীতি গণতন্ত্র পরিবারতন্ত্র ইত্যাদি ভাবনা
আমি ফেসবুকে ঢুকেছি কেবল ! বাংলা লেখার কোনো সুযোগ পাচ্ছিনা কারণ বাংলা টাইপ করতে পারিনা ! অগত্তা বাংলিশেই লিখি মনে খুব কষ্ট তবু লিখি তা কবিতার আকারেই লিখি কারণ অল্প কথায় অনেক ভাব প্রকাশ করা যায় এতে ! আমার বেশ কজন বন্ধু ও আত্তীয় আমাকে উত্সাহ দেয় কেউ বলে তুমি /আপনি বই বের করেন ! আমরা কিনব তাও বলেন কেউ কেউ ! মনে করলাম আমি সত্তি হয়ত ভালো লিখি ! এভাবে চলল বেশ
আমি ফেসবুকে ঢুকেছি কেবল ! বাংলা লেখার কোনো সুযোগ পাচ্ছিনা কারণ বাংলা টাইপ করতে পারিনা ! অগত্তা বাংলিশেই লিখি মনে খুব কষ্ট তবু লিখি তা কবিতার আকারেই লিখি কারণ অল্প কথায় অনেক ভাব প্রকাশ করা যায় এতে ! আমার বেশ কজন বন্ধু ও আত্তীয় আমাকে উত্সাহ দেয় কেউ বলে তুমি /আপনি বই বের করেন ! আমরা কিনব তাও বলেন কেউ কেউ ! মনে করলাম আমি সত্তি হয়ত ভালো লিখি ! এভাবে চলল বেশ
কিছুদিন ! নানাবিধ গ্রুপের জন্ম হলো ;
সদস্য হলাম কয়েকটা গ্রপের ! আমার কবিতা পছন্দ করা মানুষের সংখ্যা বাড়তে
থাকলো ! একদিন আমাকে আমার এক ভক্ত যেকিনা প্রায়শ আমার কবিতা পছন্দ করেন বলে
উচু ; কন্ঠ প্রস্তাব করলেন মেসেজ বক্স এ ! আমার কবিতা ছাপতে চায় ; আমি
সবিনয়ে বললাম আমি আমার কবিতা কথাও ছাপাবনা কোনদিন কথাও ! আমি ফেসবুকের কবি !
তবু তিনি খান্ত হলেননা চেষ্টা চালিয়েই গেলেন আরো কিছুদিন ! অবশেষে একদিন
লক্ষ করলাম তারা যে কজন একটি রাজনৈতিক দলের সমর্থক সবাই আমার লেখা পছন্দ
করা বাদ দিয়েছেন ! আমি আজপর্যন্ত কোনো পেপার পত্রিকায় আমার লেখা পাঠায়নি
কারণ আমার ধারণা আমাদের দেশে কোনো দল নিরপেক্ষ কাগজ নেই ! নাই কোনো
গণতান্ত্রিক রাজনৈতিক দল ! যা আছে সব অন্ধ দলীয় অথবা পরিবার সমর্থক গোষ্টি !
বাক্তি পরিবার আর ধর্মের ধ্বজাধারী ! আমার এই প্রায় হাফ সেঞ্চুরির বয়স
কালে বেক্তি স্বার্থের বাইরে খুব একটা কাউকে পাইনি ! যাদের দলনিরপেক্ষ
দেখেছি তারা সবাই ক্ষমতাহীন সাধারণ মানুষ ! তারা ধর্ম পালন করে তবে ধর্ম
নিয়ে রাজনীতি করেনা নিজেকে ধার্মিক বলে প্রচার করেনা ! দান খয়রাত যা করে
নিরবেই করে ! মসজিদ মাদ্রাসা গির্জায় ইত্যাদি গড়ে উপাসনাও করে তবে প্রচার
করেনা ! পক্ষান্তরে যারা প্রচার করে তারা তাদের বেক্তি লাভের জন্যই করে !
অধিকাংশ ক্ষেত্রেই তাদের দানকৃত টাকার উত্স অসত উপায়ে উপার্জিত যা কখনই
কোনো ধর্ম গ্রন্থ অনুমোদন করে নাই !.........চলবে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন