কবি কাজী নজরুল ইসলাম
মহাবিপদ কবি কোন লোকে আছ তাহা আমি আজও নাহি জানি !
আমার বড় সাধ একবার কাছ থেকে তোমায় দেখি !
জানি স্বর্গে ছিল তোমার অরুচি !
কোথা পাব তব তাই ভাবছি আজি !
কাল কি পরশু কোনো একদিন ছিল সেই তোমার
ইহলোক ছাড়ার ক্ষণ তারিখ মনে ছিলনা আমার !
তাতে খুব অসুবিধা হয়েছে তা কিছু বলবনা !
এখন কেউ তোমায় স্মরণে ভুল করেনা !
যাই হোক আসল কথায় আসি !
ধরাতে তোমার পরিচয়ে অনেক মতান্তর তা আজ বাসি !
বলত কেউ কাফের কেউ যবন এখন তুমি জাতীয় কবি !
জানো নিশ্চয় তোমার কবিতা রণগীতি !
সমস্যা তাও নয় কহিতেউ লাগে মোর ভয় !
তবু বলি যদি দাও অভয় !
গান তব অনেকেই গায় !
ঈদে তো জয় জয় কার শুধু সেই প্রথম চরণ !
খই ফোটে মুখে মুখে আছে যারা মহাসুখে বাকি টুকু নাইকো স্মরণ !
বলিকি আবার লেখ হোক তা পুন:মুদ্রণ !
আমরাতো ভুলো জাতি
মরণে বারে খ্যাতি
যদি করি ভুল হে কিছু করে দিও সংশোধন !
আর কি ?
এবার ইতি !
আমি তব ভক্ত অতি !
অভাগার নাইকো গতি !
ছিল যা কাব্য তোমার স্বপ্নের ছিল বাহার !
যদি পাও সময় আবার দেখে যেও মোদের আবার !
জাহিদ ডাক্তার , ২৯ শে আগস্ট ২০১২ খ্রি :
মহাবিপদ কবি কোন লোকে আছ তাহা আমি আজও নাহি জানি !
আমার বড় সাধ একবার কাছ থেকে তোমায় দেখি !
জানি স্বর্গে ছিল তোমার অরুচি !
কোথা পাব তব তাই ভাবছি আজি !
কাল কি পরশু কোনো একদিন ছিল সেই তোমার
ইহলোক ছাড়ার ক্ষণ তারিখ মনে ছিলনা আমার !
তাতে খুব অসুবিধা হয়েছে তা কিছু বলবনা !
এখন কেউ তোমায় স্মরণে ভুল করেনা !
যাই হোক আসল কথায় আসি !
ধরাতে তোমার পরিচয়ে অনেক মতান্তর তা আজ বাসি !
বলত কেউ কাফের কেউ যবন এখন তুমি জাতীয় কবি !
জানো নিশ্চয় তোমার কবিতা রণগীতি !
সমস্যা তাও নয় কহিতেউ লাগে মোর ভয় !
তবু বলি যদি দাও অভয় !
গান তব অনেকেই গায় !
ঈদে তো জয় জয় কার শুধু সেই প্রথম চরণ !
খই ফোটে মুখে মুখে আছে যারা মহাসুখে বাকি টুকু নাইকো স্মরণ !
বলিকি আবার লেখ হোক তা পুন:মুদ্রণ !
আমরাতো ভুলো জাতি
মরণে বারে খ্যাতি
যদি করি ভুল হে কিছু করে দিও সংশোধন !
আর কি ?
এবার ইতি !
আমি তব ভক্ত অতি !
অভাগার নাইকো গতি !
ছিল যা কাব্য তোমার স্বপ্নের ছিল বাহার !
যদি পাও সময় আবার দেখে যেও মোদের আবার !
জাহিদ ডাক্তার , ২৯ শে আগস্ট ২০১২ খ্রি :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন