কোনো এক কবিকে

ভিক্ষা সবার জানা আছে , কাব্য ভিক্ষা ছাড়া !
তুমি প্রথম এলে আজকে পাত্র ফুটো ছাড়া !
বাঙালি কভু ভিক্ষুক নয় ; অল্প দু এক ছাড়া !
চেয়ে দেখো আর্য অনার্য কোল ভিল সুধু ইনানী ছাড়া !
যুগ যুগ ধরে লুটেছে তাহারা ভান্ড হয়নি শূন্য পূর্ণ ছাড়া !
আজও দেখো তারা লুটিছে মেধা কাব্য লক্ষী ছাড়া !
কাব্য আজিকেউ যাহা আছে মোর লুন্ঠন পরে দাড়া !
ইঙ্গ মার্কিন ভিখ মাগিবে আর কটা দিন দাড়া !

কাব্য ভিখারী !
কেন তবে হীন বেশ ?
কবি যবে গাহিবে গান ; ধরা তবে পাবে প্রাণ !
কত মেঠ ফুল থাকে অফুরান !
তার বর্ণ গন্ধ কভু দেখেছ !
নহে তাহা কভু ম্লান !

তবু তব গাহি - স্তূতি !
জ্ঞান ভিক্ষা মান ভিক্ষা বিদ্যা ভিক্ষা শিক্ষা ভিক্ষা !
ভিক্ষা মুদ্রা ভিক্ষা খেজুর ভিক্ষা খুরমা ভিক্ষা অনেক দেখা !
তথ্য ভিক্ষা তদন্ত ভিক্ষা ভিক্ষা সনদ ফাকা !
চিন্তা ভিক্ষা ছাফাই ভিক্ষা নয়তো কোনো শিক্ষা !
সর্ব শেষে কাব্য ভিক্ষা কর তবে কবি জাগে যদি তব ইচ্ছা !
মোর কিছু নাই ; তবুও দিলাম এক মুঠি বাল্য শিক্ষা !
নব্য ভিখারীর ছবি একে তব দিলাম কিঞ্চিত দীক্ষা !
কাব্য লক্ষী গানের পক্ষী হয়না কভু সে রিক্ত !
সব শেষ হয় হয়না কেবল !
কবি যিনি তার মনোবল !

জাহিদ ডাক্তার , ঢাকা ৮ ই আগস্ট ,২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational