মৃত্যু

এইখানে এখন মরিয়াও শান্তি নাই !
হোক তা ঘাত কিবা অপঘাত গোরে কিবা চিতায় ঠাই !
বরং বৃক্ষ হয়ে কিবা নিদান পক্ষে তরু লতার জীবন !
যদি কেউ পায় মানুষের চেয়ে ঢের সে দামী জনম !
অন্তত সবাই মাড়ায় খায় ফল মূল পায় মরণের দাম !
উহাদের সকলেই বাসেভালো হোক না তবু তারা উদাম !

মরারও হয় জাত পাত দল গোত্র লাভ ক্ষতির হিসাব !

কেবল হয়না রোধ পথ তার চিরতরে রুধিয়া নিকাশ !

জাহিদ ডাক্তার , ২৬ শে আগস্ট ঢাকা , ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational