অটোক্লেভ

টগবগে তরুণ ছিলে একদিন
হে আমার পিতা
তোমার সেই উত্তপ্ত সময়
জলন্ত স্বদেশ উজ্জীবিত জনতার পিতা
টগবগে একঝাক মুক্তিসেনা তোমার শক্তি সাহস
প্রিয় স্বদেশ মুক্ত মুক্ত তুমিও !

জীবানুমুক্ত অস্ত্রপচার !
সাবধান শত্রু নয় কোনো বেক্টেরিয়া কিবা পরজীবী ছত্রাক
ওরা মরে গেছে ফুটন্ত পানিতে বেচেথাকেনা জলন্ত অগ্নিগর্ভো
মুক্তি প্রক্রিয়ায় জন্মযুদ্ধে !
ওরা ভাইরাস ওরা কেউ মুক্ত কোষ নয়
তাই প্রয়োজন অটোক্লেভ একমাত্র পথ খোলা ছিল
জালুনি ছাকুনি ফুটন্ত পানি পর্যাপ্ত নয় জলন্ত অগ্নি !
তাপ চাপ লাগে বাষ্প বদ্ধ পাত্র নহে বধ্যভূমি
যা কোরেছিল তারা ডিসেম্বর ১৪ /১৯৭১ !

দেখো আজ নেই তুমি
নেই হানাদার খুনি ধর্ষক বেচে কেবল জিন
হয় DNA/RNA ভাইরাস তোমার সেই যোদ্ধারা বৃদ্ধ
তার পর আজ তারা নয় যুথবদ্ধ বরং বহুধা বিভক্ত !

খোলা পথ একটি সেই টগবগে তরুণ
নিমিষেই পারে দিতে অকাতরে প্রাণ
মাতৃ তুল্য মাতৃভূমি করিবে সাফ
অটোক্লেভ সেই শেষ ধাপ !

জাহিদ ডাক্তার নরসিংদী ১১ ই অক্টোবর ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational