দুই বাংলার সুনীল গঙ্গোপাধ্যায়
দেশী তুমি চইলা গেলা দুনিয়া ছাইরা
একবার কইবানা ফরিদপুরা হইয়া
কামডা কিন্তু ভালো হইলোনা
তোমার কথা মনে রাখব আমরা কয়জনা !
অনেক কথা কইতা লেখতা মনের কথা
কবিতা গল্প তোমার চশমা মনে পরবনা ?
কষ্ট বুঝি আর পাইবানা বেপারটা খারাপনা
চুপি চুপি চইলা গেলা তাও মন্দনা !
বেশি বেশি লেখার মানুষ
আর থাকলোনা হুমায়ুন আহমেদ
সেউ দেখো খরচাপাতি কইরা বাচতে পারলনা !
নতুন কারো না রাইখা আর কয়টা দিন
থাকতে পারলা না
সবার চলে যাওয়া ঠিকনা !
যাই হোক কেউ কথা রাখেনা !
আগে জানতাম না !
জাহিদ ডাক্তার ২৩ শে অক্টোবর ২০১২ খ্রি :
দেশী তুমি চইলা গেলা দুনিয়া ছাইরা
একবার কইবানা ফরিদপুরা হইয়া
কামডা কিন্তু ভালো হইলোনা
তোমার কথা মনে রাখব আমরা কয়জনা !
অনেক কথা কইতা লেখতা মনের কথা
কবিতা গল্প তোমার চশমা মনে পরবনা ?
কষ্ট বুঝি আর পাইবানা বেপারটা খারাপনা
চুপি চুপি চইলা গেলা তাও মন্দনা !
বেশি বেশি লেখার মানুষ
আর থাকলোনা হুমায়ুন আহমেদ
সেউ দেখো খরচাপাতি কইরা বাচতে পারলনা !
নতুন কারো না রাইখা আর কয়টা দিন
থাকতে পারলা না
সবার চলে যাওয়া ঠিকনা !
যাই হোক কেউ কথা রাখেনা !
আগে জানতাম না !
জাহিদ ডাক্তার ২৩ শে অক্টোবর ২০১২ খ্রি :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন