মানুষ
কোত্থেকে এলে কোথায় যাব
ভাব্নাটাকি খুব কঠিন
তাইত ধর্ম
মানবধর্ম
মানুষেরই ইচ্ছে করে
ধার্মিক হতে ধার্মিক হওয়া কষ্ট ভারী
লোভের্খাতা শূন্য করে লাভ্কিকারও হয় !
ধর্ম যদি বর্ম হবে কর্ম তোমার কি
আহা !
আমার কষ্ট ভারী
শিকেয় থাকে ঘি
পান্তা দিয়ে কোন্বকারা ইলিশ কেন
সন্ধে বেলায় ভুতের পাতে
সুখ থাকে মনেমনে
সংখ্যা নাকি
দশের সুখে
মানুষ যেথায় যায় হারিয়ে !
বনের মানুষ মনের মানুষ !
পাগলের সুখ মৃত্যুন্মুখ !
মরার দেশর সুখী থাকে
ঘরে ঘরে
তেপান্তরের মাঠ পেরি
শানবাধানো
ঘাটে !
জাহিদ ডাক্তার ৭ ই অক্টোবর ২০১২ খ্রি :
কোত্থেকে এলে কোথায় যাব
ভাব্নাটাকি খুব কঠিন
তাইত ধর্ম
মানবধর্ম
মানুষেরই ইচ্ছে করে
ধার্মিক হতে ধার্মিক হওয়া কষ্ট ভারী
লোভের্খাতা শূন্য করে লাভ্কিকারও হয় !
ধর্ম যদি বর্ম হবে কর্ম তোমার কি
আহা !
আমার কষ্ট ভারী
শিকেয় থাকে ঘি
পান্তা দিয়ে কোন্বকারা ইলিশ কেন
সন্ধে বেলায় ভুতের পাতে
সুখ থাকে মনেমনে
সংখ্যা নাকি
দশের সুখে
মানুষ যেথায় যায় হারিয়ে !
বনের মানুষ মনের মানুষ !
পাগলের সুখ মৃত্যুন্মুখ !
মরার দেশর সুখী থাকে
ঘরে ঘরে
তেপান্তরের মাঠ পেরি
শানবাধানো
ঘাটে !
জাহিদ ডাক্তার ৭ ই অক্টোবর ২০১২ খ্রি :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন