কলা

প্রকারভেদে কলা অনেক
বিচিতে গাছ
এমন্কলাও আছে গাছে
বাজরে বিকোয় শুধু
সবরী সাগর তা ভেবনা
কাচ্কলাটাও অনেক্দামি
রক্তে ঘাটতি হলে
কচু কলা দুইই চলে
রান্নাকরার ছলে !

মদনা কে তাও পর ভেবনা
মুল্য ওরও আছে
ঢাকার হাটে আইট্টা নামে
কুট্টি যারা কেনে !
আরো আছে
চিনি চম্পা
মিষ্টি বেজায়
শতেক ছরায়
পেলে তাও হবে
পাহাড় নদী
কলার কাদি
কাজল হাওর
খুলে নিল মাথার
কাপড় শ্রীহটটোতে গেলে
কলা লেবু
হরেক রকম
গভীর রাতে
থাকত গেটে
রাতের পেটে
ম্যাক মজিলা
কয়কি দেখো
ভোটের হাটে
সবরী কলা
কবরী কলার মত !

হার হাবাতের
কথাশোনো
করতে চায় পদানত
বাপের বেটা
অনাজ্কলা অন্য
নামও আছে
ভর্তাখেতে মন্দশেনা
কাঁচা লংকা হলে
তাইত বলি
সবাই কেন
কলিকাতা ছোটে
কলার পাতা
কাসার বাসন
নেমন্তন্ন পেলে
এক কাধি
সাগর কলা
ফানাসহ গেল
আমরা কজন
দুধের শিশু
ক্রুশ বিদ্ধ যিশু
বাবা তোমার
পায়ে পরি
হাতটা এবার ছার
গারো হাজং
চাকমা মুরং
কলার কাদি পেলে
দৌড়ে আসে
কাটতে কাদি
রাঙ্গা মাটি গেলে !

ইচ্ছে ছিল
লাগাম দেব
হাটে মাঠে
পথে ঘটে
ষোলো কলা
পূর্ণ হবে
কবিতা শেষ হলে !


জাহিদ ডাক্তার ৩১ শে অক্টোবর ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational