কবিতার কথা
একই বৃত্ত কবিচিত্ত তা হলে কি কাব্য হয়
মানসে কবি মননে কবি
ছন্দ তে তায় দোলা দেয়
ছন্দ থাকে পথে পথে চড়াই উতরাই সবি থাকে
ঠিক যেমনে জীবনবয়
কান্না পেলেউ হাসতে হবে জীবন নাহয়
নদী নয় তবু সে তো বইছে দুরে
ভাটি না হয় উজান বয়
স্রোতের যেমন পাক ও থাকে হয়ত পাখির পাখনা নয়
সবকিছু কি ছন্দ মানে ?
মাত্রা কি তায় আটকে রয় !
কাব্য হলো মেঘের মত আকাশ পানে উধাও হয়
অনেক কবি ভাবত আগে গদ্য বুঝি কাব্য নয়
গদ্য পদ্য সবি ছন্দ মাত্রা কেবল কথা কয়
বেদ বাইবেল কোরান হাদিস সবাইকি তার হদিস পায় !
মন্ত্র মুগ্ধ কথার জাদু কেমন করে সারি গায়
বিশ্ব জোড়া ব্যাপ্তি যাহার
প্রকৃতিতে ঝরও বয়
গুরুম গারুম মেঘ গর্জে সবকিতায় বিজলি নাকি
অল্প তাতে বর্ষা হয় !
নদীর পানি ঘোলা বলে সাগরকি তার বর্ণ পায়
নীল যমুনা কাব্য করে সঙ্গী যখন পদ্মা হয় !
একেলা যেমন বিরাজ্করে ভবঘুরে
সবাই নয় গরু সবাই জবাই হলে হালের বলদ হাম্বা রয়
নেংটি ইদুর গাছের বাদুর সনদ ছাড়াই মধুর বিধুর
জীবন দিয়ে মাকরশা তার আত্বজাত জগত ময়
কঠিন তরে পাথর ঋদয়
ফুল ফুটিয়ে বেচে রয় অনেক ঝরে আম দুলে দোল
পাতার ঘরে বাবুই গায় !
কন্ঠ যাহার মিষ্টি ভারী কাকের কালো আপন গায়
ইক্ষু দন্ড খেজুর কান্ড কচুর মূলে
একই খাদ্য জগত ময় !
দ্রাক্ষালতা গাছের পাতা মদের রূপে চিরযুবা
প্রকৃতিরে সুধায় কবি
তোমার রূপে মগ্ন আমি সঙ্গিনী মোর হুতুম্পেচা
লক্ষী ছাড়া ঘাটের মাঝি নাও ফেলে দেখ সাতার দেয় !
যৌবনে যার যৌনক্ষুধা মিটিয়ে দিয়ে
জলের স্রোতে জেলের জালে পরান যায়
দস্যু রা সব ছিনিয়ে নিয়ে উদর পূর্তি ক্ষুধা নয়
জীবন তবু এগিয়ে চলে
চন্দ্র সুর্য জেগে রয় সারা রাত্রি দেয় পাহারা কুকুর পুকুর
ছন্দ নয় আইন কানুন মাত্রা বৃত্ত সরোধনী
জগত গাহে আপন গান
অনু সঙ্গ পানের জর্দা খিলি পানেও নেশা হয়
আমরা দেখি হাতের ঘড়ি সময় কি তায় আটকে রয়
জীবনানন্দ জীবনের সার মৃদু স্বরে কাজীদাকে সাহস দেয়
বিশ্ব কবি সন্ধা কালে গদ্য সুরে পদ্য নয়
বুদ্ধ দেব শচীন নয় তবু ঢাকে ঢোলক নেয়
আলাল যদি ডানে থাকে দুলাল থাকে অন্য গায়
কথার পিঠে কথা দিয়ে কবিয়ালে গজল গায় !
ছন্দ যেথায় থেমে যায় গদ্য তারে পথ দেখায়
বিদ্যাপতি চন্ডি কবি
ভাষার জোয়াল ঘাড়ে নিয়ে
লোকগাথা মাথা বেথা সকল কবি বেচেরয় !
ছড়া কাব্য লিখে দেখো সত্তবাবু মিথ্যে নয়
কাজ্লাদিঘি কাজলাদিদি আছে সারা বঙ্গ ময় !
আলমাহমুদ চরে ঘরে মিস্টিকরে মদ্য পানে স্বাধীনতার গিবত গায়
মাহুতটুলির ধলা ভাই সাধীনতার গান শোনায় !
ধর্ম গ্রন্থ কাব্য ময় তাইত আজও সুরে নীতি কথা
কুইনায়নের পাকেপালে আজও দেখো শান্তি চায় !
সবাই ঠিকই কাব্য করে ছন্দ ভেঙ্গে গীতি প্রীতি !
আমি না হয় পান্তা ভাতে লঙ্কা ভেঙ্গে লালা ফেলি বিশ্বময় !
জাহিদ ডাক্তার ৮ ই অক্টোবর ২০১২ খ্রি :
একই বৃত্ত কবিচিত্ত তা হলে কি কাব্য হয়
মানসে কবি মননে কবি
ছন্দ তে তায় দোলা দেয়
ছন্দ থাকে পথে পথে চড়াই উতরাই সবি থাকে
ঠিক যেমনে জীবনবয়
কান্না পেলেউ হাসতে হবে জীবন নাহয়
নদী নয় তবু সে তো বইছে দুরে
ভাটি না হয় উজান বয়
স্রোতের যেমন পাক ও থাকে হয়ত পাখির পাখনা নয়
সবকিছু কি ছন্দ মানে ?
মাত্রা কি তায় আটকে রয় !
কাব্য হলো মেঘের মত আকাশ পানে উধাও হয়
অনেক কবি ভাবত আগে গদ্য বুঝি কাব্য নয়
গদ্য পদ্য সবি ছন্দ মাত্রা কেবল কথা কয়
বেদ বাইবেল কোরান হাদিস সবাইকি তার হদিস পায় !
মন্ত্র মুগ্ধ কথার জাদু কেমন করে সারি গায়
বিশ্ব জোড়া ব্যাপ্তি যাহার
প্রকৃতিতে ঝরও বয়
গুরুম গারুম মেঘ গর্জে সবকিতায় বিজলি নাকি
অল্প তাতে বর্ষা হয় !
নদীর পানি ঘোলা বলে সাগরকি তার বর্ণ পায়
নীল যমুনা কাব্য করে সঙ্গী যখন পদ্মা হয় !
একেলা যেমন বিরাজ্করে ভবঘুরে
সবাই নয় গরু সবাই জবাই হলে হালের বলদ হাম্বা রয়
নেংটি ইদুর গাছের বাদুর সনদ ছাড়াই মধুর বিধুর
জীবন দিয়ে মাকরশা তার আত্বজাত জগত ময়
কঠিন তরে পাথর ঋদয়
ফুল ফুটিয়ে বেচে রয় অনেক ঝরে আম দুলে দোল
পাতার ঘরে বাবুই গায় !
কন্ঠ যাহার মিষ্টি ভারী কাকের কালো আপন গায়
ইক্ষু দন্ড খেজুর কান্ড কচুর মূলে
একই খাদ্য জগত ময় !
দ্রাক্ষালতা গাছের পাতা মদের রূপে চিরযুবা
প্রকৃতিরে সুধায় কবি
তোমার রূপে মগ্ন আমি সঙ্গিনী মোর হুতুম্পেচা
লক্ষী ছাড়া ঘাটের মাঝি নাও ফেলে দেখ সাতার দেয় !
যৌবনে যার যৌনক্ষুধা মিটিয়ে দিয়ে
জলের স্রোতে জেলের জালে পরান যায়
দস্যু রা সব ছিনিয়ে নিয়ে উদর পূর্তি ক্ষুধা নয়
জীবন তবু এগিয়ে চলে
চন্দ্র সুর্য জেগে রয় সারা রাত্রি দেয় পাহারা কুকুর পুকুর
ছন্দ নয় আইন কানুন মাত্রা বৃত্ত সরোধনী
জগত গাহে আপন গান
অনু সঙ্গ পানের জর্দা খিলি পানেও নেশা হয়
আমরা দেখি হাতের ঘড়ি সময় কি তায় আটকে রয়
জীবনানন্দ জীবনের সার মৃদু স্বরে কাজীদাকে সাহস দেয়
বিশ্ব কবি সন্ধা কালে গদ্য সুরে পদ্য নয়
বুদ্ধ দেব শচীন নয় তবু ঢাকে ঢোলক নেয়
আলাল যদি ডানে থাকে দুলাল থাকে অন্য গায়
কথার পিঠে কথা দিয়ে কবিয়ালে গজল গায় !
ছন্দ যেথায় থেমে যায় গদ্য তারে পথ দেখায়
বিদ্যাপতি চন্ডি কবি
ভাষার জোয়াল ঘাড়ে নিয়ে
লোকগাথা মাথা বেথা সকল কবি বেচেরয় !
ছড়া কাব্য লিখে দেখো সত্তবাবু মিথ্যে নয়
কাজ্লাদিঘি কাজলাদিদি আছে সারা বঙ্গ ময় !
আলমাহমুদ চরে ঘরে মিস্টিকরে মদ্য পানে স্বাধীনতার গিবত গায়
মাহুতটুলির ধলা ভাই সাধীনতার গান শোনায় !
ধর্ম গ্রন্থ কাব্য ময় তাইত আজও সুরে নীতি কথা
কুইনায়নের পাকেপালে আজও দেখো শান্তি চায় !
সবাই ঠিকই কাব্য করে ছন্দ ভেঙ্গে গীতি প্রীতি !
আমি না হয় পান্তা ভাতে লঙ্কা ভেঙ্গে লালা ফেলি বিশ্বময় !
জাহিদ ডাক্তার ৮ ই অক্টোবর ২০১২ খ্রি :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন