অশ্বথ ও বট

তোমরাকি রমনাতে গিয়েছিলে সেই সকালে
ওখানে গান গাইতে গিয়ে মরে গেল কেযেন চেনো তারে !
মনেনাই তাইনা ?
মনে থাকার কথাও না আমাদের ভুলোমন সাহাবিত নয়
যারা বটকে বলে অশ্বথ আর পাকুর কে বলে বট তারা দেশময় !
এ তল্লাটে আজও অনেকে পাকুরকে অশ্বথ বলে
হা এটা ওর পোশাকি নাম ডাকে অনেকে
শহরে কেউকেউ বলে যদি চেনে তাকে !

তোমরাকি কেউ ভুলে যাও কখনো পাইন কিবা সাইকাস
ওরা বট কিবা অশ্বথের মত নিবির আলিঙ্গনে জরায় না
হরিয়াল আর বসেনা অশ্বথের শাখে ইপিলিপিল অনেক দ্রুত বাড়ে !
সারাদেশ চেয়েগেছে মেহগনি আর সেগুনে !
বুলবুলি তুই কি খাবি কাকের মত বেলত খায়না শালিখে !

অভুক্ত পাখি উড়ে যা ডানামেলে ওই বনে
চিরহরিত আমাজন নেই মোর সনে !
তবু বাংলাতে আজও কিছু বাঘ আছে বেচে
যা চলে সেই মান্গ্রভ ফরেস্ট হেরন বনে !
অতন্দ্র প্রহরী বিলুপ্ত প্রায় প্রজাতি বাসকরে
গুই সাপ আর হরিনশাবক সনে !

কেবলি আমরা কজন আজও বেচে
কুমড়া আর আউশ ধানের ক্ষেতে
পিপিলিকা কেদে যায় কীটনাশক পেটে !

জাহিদ ডাক্তার ৩১ শে অক্টোবর ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational