সাপ্রদায়িক দাঙ্গা
মন ভালনেই মন ভালো নেই !
কাহার তরে মারছ কাকে ?
এই হতাশা বলব কাকে !
মানুষ যদি মানুষ মারে মানবতা কোথায় থাকে !
লজ্জা ঘৃনা অভিমানে !
মন ছুটে যায় আকাশ পানে !
কত বর্ণের পাখি ওরে !
ভিসা ছাড়া উড়ে বেড়ায় দেশ হতে দেশ দেশান্তরে !
দাঙ্গা করে কোনসে প্রাণী ?
জলে নামো ডাঙায় হাট !
বন বনানী সাগর নদী যেথায় খুশি যাওনা তুমি !
ধর্ম বর্ণ কমতি আছে সবাই দেখো জাতের রীতি
মেনে চলে জাতের মিতি পরিমিতি !
তবু তাদের পশু বলি !
আমরা বল কেমন করে
বলব মোরা সভ্ভো জাতি ?
পশু পাখি বলবে ছিছি !
বড়াই কর মিছে মিছি !
সম্প্রীতিতে থাক যদি
জাতের হবে কোনো ক্ষতি ?
মাথা তোমার উচু হবে !
ভাব যদি সবাই মোরা মানুষ নামের একই জাতি !
জাহিদ ডাক্তার ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০১২ খ্রি :
মন ভালনেই মন ভালো নেই !
কাহার তরে মারছ কাকে ?
এই হতাশা বলব কাকে !
মানুষ যদি মানুষ মারে মানবতা কোথায় থাকে !
লজ্জা ঘৃনা অভিমানে !
মন ছুটে যায় আকাশ পানে !
কত বর্ণের পাখি ওরে !
ভিসা ছাড়া উড়ে বেড়ায় দেশ হতে দেশ দেশান্তরে !
দাঙ্গা করে কোনসে প্রাণী ?
জলে নামো ডাঙায় হাট !
বন বনানী সাগর নদী যেথায় খুশি যাওনা তুমি !
ধর্ম বর্ণ কমতি আছে সবাই দেখো জাতের রীতি
মেনে চলে জাতের মিতি পরিমিতি !
তবু তাদের পশু বলি !
আমরা বল কেমন করে
বলব মোরা সভ্ভো জাতি ?
পশু পাখি বলবে ছিছি !
বড়াই কর মিছে মিছি !
সম্প্রীতিতে থাক যদি
জাতের হবে কোনো ক্ষতি ?
মাথা তোমার উচু হবে !
ভাব যদি সবাই মোরা মানুষ নামের একই জাতি !
জাহিদ ডাক্তার ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০১২ খ্রি :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন