অনন্তরে ভালবাসি ভালোবাসা কি যানি ভাই আমিও তারে খুঁজে মরি ! ফুরিয়ে যাবে হারিয়ে যাবে দেবে পাড়ি ঋদয় ছাড়ি ? ধার দেনাতে বন্দী হয়ে গলায় কি তায় দেবে দড়ি ? মহাজনের পাওনা তো নয় নিবে কাড়ি বসত বাড়ি ! বৃক্ষ হলে ফল দিত তায় দিত খড়ি দেহ ফাড়ি ! নিদান পক্ষে হলে পাখি রাখিনু তায় খাঁচায় পুরি ! একুরিয়াম ভর্তি করে কত জনা রাখে ঘরে জলের পরী ! ভালোবাসা বিমুগ্ধতা অপার জানি অথৈ পানি ! কবে কখন এসে ছিল আমি কি তার কিছু যানি ? তাই বলে তো বসে আছি মুগ্ধ আমি অহর্নিশি ! পরান পাখি মুক্ত ভারী ইচ্ছে মত ভালবাসি ! ঠাকুর যেমন বাসতভালো নন্দনের সেই উর্বশী ! রাত্রি হলে কবি কাজী মনের কোণে বাজায় বাঁশি ! সেই বাঁশিতে জাগি আমি নয়ন মুদে জলে ভাসি ! দিনগুলি মোর কাটে যেন অশ্বারোহী ত্রস্ত আমি ! সন্ধা হলে সুর্য যেমন ঢলে পড়ে দিগন্ততে অস্তগামী ! আমিও তেমনি আপন ঘরে ফিরে আসি পুন: ভাসি ! স্বপন মাঝে ফেরি করি স্মৃতি ভরা মেঘের রাশি ! ডানা মেলে ভালবাসা রিক্ত আমি অশ্রু জলে সাঁতরে আসি ! সাগর মাঝি তাইত আমি প্রতি ক্ষণে ভালবাসি অনন্ত তার জলরাশি ! দীঘিত নয় এক খরাতে শুকিয়ে হব কষ্ট খুঁড়ে স্বর্গবাসী ! মুগ্ধ আমি মুগ্ধ জগত বিমুর্তরে ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন