তোমাকে দেখতে চাই হে সুন্দর

দেখা তোমাকে দিতেই হবে হে সুন্দর
আজন্ম প্রতিক্ষা আমার !
সেই কবে কথা দিয়েছিলে যেদিন লোভ
তুচ্ছ করতে শিখবে ইচ্ছে থাকবে ইস্পাত কঠিন
দেখা দেবে সেদিন !
এক যুগ দুই যুগ নয় যুগ যুগান্তর পেরিয়ে দাড়িয়ে ঠায় !

ওরা কথা রাখবেনা তুমি জানো !
শট তঞ্চক মানুষের জাত নয় ওরা
মিথ্থুকের দল ভাবে কেউ কিছু বোঝেনা
ঝড়ের পূর্বাভাস তুমি দেখতে পাওনা না না ?
পিপিলিকা সম তাই প্লাবন অচেনা না !

উহারা আগুনের তৈরী পুন্যে সেরা
অগ্নি পাখা আছে অঙ্গ ভরা
কেউ কেউ নিবিষ্ট নিজ কর্মে কাজে নাই জরা
লিখিছে সব মাইক্রো চিপস ডিজিটাল কোডে
আহার নিদ্রা লোভ ক্ষুধা কাম প্রেম নাই মোটে !

আমি দেখি দেখেছিলাম আরো আগে সবারই
ওরা কারবারী মানুষের বিশ্শ্বাসের কারবারী
আগুনের পাখি আছে কাধে তাই আগুন দরকারী
খেলা হয়না আগুন নিয়ে মানুষ যারা
শুধু উন্মাদ অন্ধ যারা শিশুর মত করে খেলা তারা ?

ওদের আমরা ছাড়বনা স্বপ্ন হত্যাকারী
ওরা বার বার ফিবার রক্ত মাড়িয়ে করে বঞ্চনা
ওরা বেক্তিগত লাভের জন্য করে হত্যা খুন যা ইচ্ছে তাই
উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাই
ওরা অন্য কিছু হবে
প্রাণী তবে মানুষ নহে !

তোমার চোখ তোমার মনের কথা পড়তে পারি
চার দশক খুব কম নয় সময় বুঝিতে হয় দেরী
করায় গন্ডায় হিসাব দেবে তাহারা স্বপ্ন খুনি !
অত শত বুঝিনা তুমি কে সুন্দরের পথ আগলে দাড়ানো চিনি
তোমাকে চিনি তুমি পা'চাটা ছাড়া কিচ্ছু শেখাওনি যানি !

সরে দাড়াও কুত্সিত চিন্তা তোমার চিতার আগুনে জল্বে মন
মানুষের শ্রম চোর - তোমার কন্ঠ কর ক্ষীণ !
আসুক বসুক আসছে বলে আর কতদিন ?
কত লাল বাড়াবে লালমাটির এই বদ্বীপে
শুধু চাই সেই একটিই কথাই করি পুনর্ব্যক্ত তব সমীপে !

সুন্দর তোমাকে আসতেই হবে এই লোকালয়ে
জিন পরী নহে নহে দৈত্য দানব শুধু মানবে !

জাহিদ ডাক্তার ৪ ঠা অক্টোবর নরসিংদী ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational