বাজান

আমার ভালো লাগেনা বাজান
সব্বাই তো আখের গুচায়তাছে !
কি দেশে জন্মদিয়া গেলা
নিয়ম দেহি উল্টা পাল্টা !

জাগো এত অকাম করা দেহি -
হেরাই আরামে ঘুমায় !
মদ খাওয়া হারাম গাজা খাওয়া খারাপ !
তা এগুনা আমদানি করা কেমনে হালাল ?

ধর চুরি করা অন্যায় পাপ হয় তায়
মানষে সুমানে চুরি করতাছে কেউ জিগায় ?
মাল পানি ছাড়লে বেবাক দেহি খালাস !
অন্য ধর্মের মানুষ গুনারে আমরা দেখতে পারিনা !
তায় হেগ টাকা আমরা নেই কেন ?
হেরা আমগো দেশের বালো চাইলে পদ্মা বিরিজ বানায় না কেন ?
জাতীয় পরিচয় পত্র সুন্দর করনের প্রজেক্ট বাতিল না কইরা
বিরিজ বাদ দিল কেন ?

বাজান কতা কৌনা কেন ?
বয় লাগে ? আরে তুমিত মইরা গেচাও !
তুমার ভয় করে কেন !
ফেরেস্তাগলোগে সাক্ষাত হইলে কইও -
আল্লারে গিয়া কউক খ্রিষ্টান্গ টেকায় ব্রিজ বানাইলে
আমাগো জাত পাত খাকবত ?

আশ্চা আর একখান কতা
প্রথম আলো হেগ মতলব কি হেরা কি করবার চায় ?
মানুষ কেমনে বালো অইব ?
বেবাক্তেই তো একফালি ! গুস খায় নাইলে চুরি করে !
ওনারা করে নেতা বনানীর লাগি চিল্লায় ?
ওনারা আস্তে আস্তে অহন দেহি সব সরকারের শেষের দিক
সবকিছুই খারাপ কয় কেন ?

ওনারা কেমনে এত বালো অইল ?
ওনারা কি সামরিক শাসক আনার চেষ্টা করতাছেন ?
গেলোবার উনারা ফকরুদ্দিন মৈনুদদিগ বেবাক কামের সাপোট করলো !
আবার আম্লিগ প্রথম আইলে খুব দালালি করলো
অহন দেহি পররাষ্ট মন্ত্রী বিদেশ গেলেও কথা কয়
তাইলে বিদেশ কে যাইবো ?
উনি কি করব ? উনারে কি চাষাবাদ করতে কয় ?

থাক আর কতা বারায়া কাম নাই !
দেশ পাহারা দিয়া জাগো কাম তারা দেশের প্রেসিডেন
কেমনে হয় ? এইডাকি ইন্চাপের কথা ?
তাইলে তো ডাক্তার বালো না পারলে
পুলিশ্গদিয়া চিগিশ্সা করে না কেন ?
উনারা দেশের মাদবর হইছে নাকি ?

শোন কাল সুনীল গন্গপাধায় মরে গিছে
উনাগো বাড়িত আমাগো দেশের দিক ছিল
পাকিস্তান যুয়ার সুমায় তুমরা বয় দেহায়চিলা নাকি ?
তয় কইলকাতা গেল কে ?
বেচারা অহানে অনেক পরিশ্রম করছে !
যাক তুমি পারলে দেহা কইর
হাজার হোক আমাগো দেশের মানুষ
ইন্ডিয়া গেলি কি অইছে ?
তুমার পুলাপান্ত অনেকেই বিদেশ থাহে !

আমিরিকা কথা কলি কিচ্ছু কৌনা !
ইনুস সাব মানি মানুষ বালো কথা তায় বুশ হিলারি
ওগো কথার কোনো সমালোচনা নাই !
উনি ব্যাঙ্ক বানাইছে বৈলা সারা জীবন মিনাজার থাক্পি ?
শেখ সাবতায় পারল না কেন ?
উনি শহীদ মিনারে যায়না কেন ?
স্মৃতি সৌধতেও নাকি যায়না !
উনি রাজাকার নাকি ?
১৯৭১ সালে আমিরিকাও রাজাকার আর পাকি গো দলে ছিল !
তুমি পারলে যুদ্ধে যারা শহীদ হইছিল তাগো জিগ্গেশ কইর !

আমার আর বাল্লাগেনা !
তুমি আল্লারে কইও আমার জানি নিয়া যায় !
আজরাইল রে কইও এহানে সবাই খালি মিত্তে কথা কয় !
গুস খায় টাহা ছাড়া কিচ্ছু করবার চায়না !
টুপি মাতায় দিয়েও মিত্তে কতা কয় !
দল না করলি কোনো কিছু পাওয়া যায়না !

যাগ্গে গুমাও
আর একদিন আইস কথা কবানে
আইজ গুম আইছে
যাই !

জাহিদ ডাক্তার ২৪ অক্টোবর ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational