প্রসব বেদনা

সৃষ্টি এবং স্রষ্ঠা
হরিহর আত্মা ভেন করা যায়না
প্রসবে থাকে বেদনা
ক্ষরণ না থাকলে স্রষ্ঠাও বোঝেনা
বেথা ভরা যাতনা !

ক্ষরণ শব্দটা বাংলা না ?
কি জানি বাপু বাংলা ঠিক বুঝিনা
কেন ?
সিলেবাসে ছিলনা ?
ঝিনুক করে মুক্তা সৃষ্টি
তা'কি কারো অজানা ?
ঝিনুক মুক্তা স্রষ্ঠা
বোঝে প্রসব বেদনা
সবাই তো আর না হয়না !

আমাদের এই মাতৃ ভাষা
লালসবুজের পতাকা
একেবারে মুফতে না
আছে ক্ষরণের যন্ত্রণা
মুফতে পাওয়া ধনের কথা
না হয় আজকে বল্বনা !

কোন পুরুষে শহীদ ছিল
একটু তবে শোন
মান না হয় নাই মান
জেনে একটু রাখো !
মিথথে হলে পাপ হবে তাই
একটু খুলে বলি
ভাষাও কিন্তু রক্তে কেনা
দানে পাওয়া না !

ভাবছ নাকি হটাথ করে
সবাই ঘুমের ঘোরে
বাংলা নামের দেশটা বুঝি
আকাশ থেকে পরে ?
খোয়াব রাতে সবাই দেখে
জিনের আছর পেলে
গানের বাক্স
হটাথ করে শব্দ করে বসে
সেই থেকে দেশ স্বাধীন হলো
বঙ্গ উপকূলে
বলল সবাই মার হাবা মার হাবা
কিসছা খাসা কলে !

কিচ্ছা অত অল্পৌনা
কল্প তরু সব বাহানা
দেশে তো আর থাকনা
মানুষ কারা চেনৌনা
সবাই বকন বলদনা
স্মৃতি ভ্রম সবার হয়না
মানুষের তা সাজেয়না
আবাল বৃদ্ধ বনিতা
কেউ সেথা খাটো না
সনদই কিন্তু সবনা
আরো আছে বেদনা
নিত ওরা খাজনা
নেতা বলল দেবনা
দফা ছিল সাতটা
পাকিরা মানেনা
কিচ্ছা আর কমুনা
বুকভরা কান্না
দেশ প্রেম সস্তা না
জান মানুষের বহু না
জাতের নামে বদ্জাতিনা
উকি দিয়ে দেখত তারা
খাতনা করা আছে কি না !

আজকে তুমি
মোল্লা পুরুত
৭১ এর সেই সে সুরত
দেখতে মোরা আর চাইনা !
আমরা কজন
পঁচা চাষা
আতর সুরমা মাখতাম না
পেস্তা বাদাম
কাবুলিওয়ালা হার মানেনা
কত শত বনিক বেটা
আফিং যেন কাঁচা সোনা
তাইত দেখো
মুখে টোনা
গ্রামীন মিনসে কথা কয়না !
ভাসুর নাকি শশুর লাগে ?
শান্তি তো ভাই কিস্তিতে না
অর্থ নীতি কেউ বোঝেনা
আয়ুব মুনেম ভাসানী না
পা'তো চাটে বিহারী রা
পাঞ্জাবিরা ওদের ও না !
কথায় কোথায় ইমরান খা
খায়ের বেটা বাঙাল না
যুদ্ধের বছর দেখেছিনা
সূচী শুভ্র বার্মাও না
এককোটি মুখ কেউ খাওয়ায় না
টানা টানির সংসার না
চারু হারু বিপ্লবী না
নকশাল তখন মিত্রও না !

জাত পাত কেউ মানেনা
গ্যাসের খনি তরল সোনা
ওরা সবাই মুনাফেক না ?
বঙ্গে মোরা এক জাত না ?
স্রষ্টা সবার সৃষ্টি করেন
তার একটা টান আছেনা !
মানব জনম বৃথা তো না
পড়তে হবে গরুর টোনা
মানুষ কভু হাম্বা রবে ?
হুক্কা হুয়া খেক শিয়ালে
মানুষ হবে !
মানুষের তরে !!

জাহিদ ডাক্তার ৫ ই অক্টোবর ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational