Safe home for tigers shundorbon 1996

গর্জন

মানুষখেকো
গ্রন্থ বাংলা ভাষায় নেই
বাংলা বাঘের ভাষা
ইউ মে কল দেম রয়াল বেঙ্গল
বাংলা পড়তে সময় লাগেনা !
দেখেন না আপনার লেখা
ফেসবুকেই পড়ে ফেললাম
পতনেও তাই
উঠতে লাগে
জাগতে সময় লাগে
লিখতে লাগে
যোগ্যতা আর লাগে পড়ালেখা
সময় না পেলেও পড়তে হবে
অন্ধদেরও মাফ নাই
ব্রেল না কিযেনো বলে পদ্ধতিটার !
বইয়ের পোকারা বই খায়
তেলাপোকা সর্বভুক
তাই আজও বেচে
ধর্মও সেই রূপের আসল নাকি ?
ধর্ম ঘরবাড়ি গাছ গাছালি
এমনকি মানুষও যখন খাতছে
তাকে মানুষের জন্য বলি কি করে ?
বরং জন্তু জানোয়ারের জন্য হলে
লাগতে পাড়ে কাজে
মানুষ খেকো বাঘ কে জীবিত রাখতে চায় ?
ভাগ্গিস বাঘ খেকো বাঘ নাই !
মানুষ খেকো মানুষের অভাব আছে ?
আমাদেরদেশে তাও আছে !

জাহিদ ডাক্তার ৩ রা অক্টোবর ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational