মজিদ হইতে আজান হাকিছে ; বড় সকরুণ সুর !
মোর জীবনের রজ্কিয়ামত ; ভাবিতেছি কতদূর !
......................জসিম উদ্দিন
ওই দূর বনে সন্ধা নামিছে ; ঘন আবিরের রঙে !
অমন করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে !
......................সুফিয়া কামাল
তাহারা কবি ছিলেন ; ছিলেননা বহেমিয়ান !
দুজনেই সংসারী ছিলেন বলেই জানি ; তাই কবিরা বহেমিয়ান !
নাই ইমান ; তা কেমনে মানি ?
দুজনকেই খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছিল ;
একজনকে কৈশোরে ,অপর জনকে যৌবনে !
কারো চুল ; উস্কখুস্ক দেখিনি !
কাব্য করলে সংসারী হওয়া যাবেনা ; এমনটা মনে করিনা !
রবীন্দ্রনাথ ; নজরুল দুইজনই সস্ত্রীক জীবন যাপন করেছেন !
পর্যাপ্ত সন্তান সন্ততি লালন পালন করেছেন !
আধুনিক কবিদের মধ্যে শামসুর রহমান , আল মাহমুদ !
উভই স্বাভাবিক সাধারণের মত জীবনে অভ্যস্ত ছিলেন এবং আছেন !
কবি জীবনানন্দ দাস চেষ্টা করেছেন সুস্থ সংসারী থাকতে !
তাই আমরা বলতেপারি ; কাব্য চর্চার জন্য বহেমিয়ান কোনো অবধারিত বিষয় নয় !
আর বহেমিয়ান হলেই কবি হওয়া যায় ; তাও মনে করি ঠিক না !
আর কবিতা কবির সৃষ্টি ; কল্পনার মায়াজাল যা বাস্তবের থেকে একটু ভিন্ন !
কবিতা প্রেমে পরা আর কবিকে ভালবাসা এক নয় ; অনেকটা স্রষ্ঠা আর সৃষ্টির মত !
সৃষ্টিকে সবাই প্রায় ভালবাসে ; মুগ্ধ হয় কিবা হিংসাও করে কেউ কেউ !
স্রষ্ঠা কে ভালবাসা অনেক কঠিন ! কারণ সেতো মানেনাকো কোনো শৃঙ্খল !
ভাবনাতে তাই স্বাধীন ! তাইবলে জগতে সে কি উদাসীন ?
জাহিদ ডাক্তার , ঢাকা ২৩ শে জুন ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational