সমাধি
ভুল দিয়ে ভরে যায় কবিতা আমার ; ঢাকার মত !
প্রকৃতি কি রেখেছ ? তছনচ সবুজ দেহ ; উড়াল সেতু ক্ষত ?
নিয়তি কি ভাঙ্গেনা নিকানো উঠোন ? মাঝিরাও সারি গায় ;
বুকের ভেতর ! কুল ভাঙ্গা নদীটাও আপন ভিশন ; গায় পায় ,
ভালবাসা ; মন !
বানান জানেনা মন চিত্কারে ; আকুতি যেমন !
নগরেও সারি সারি বকুলের বন ! কবির সমাধি পাশে ;
আজান , মন উচাটন ! কত শত অভিলাস ছিল অগণন !
বুঝিনা কেন তায় অন্তিম শয়ন ? দেহ তার রহিবে মাটি নয় মন যেমন !
বিধাতাও কাঁদে তায় বিনার মতন !
গা ঘেষে বসে দেখো পুথি বিপণন !
কত মোর পাঠ বাকি ! পরিব কখন ;
আজন্ম দন্য আমি প্রাকৃতিক মন !
তঞ্চক তারায় মোরে ! অতিকায় হস্তি যেন ক্রুদ্ধ ভিষণ ;
উপাড়িবে সমূলে বৃক্ষ ; ঝড়ের মতন ! কহি তারে ভুলে ভরা প্রকিতি যেমন ;
আমারেও মুক্তি দাও তাহার মতন ; এপিটাফ চাহিনা শশান যেমন !
উড়াইয়া লয়ে যাক ; স্বপ্ন টুকু পরে থাক ! ধুলার মতন !
জাহিদ ডাক্তার , ২৭ শে জুন ,২০১২ খ্রি :
ছবি: সমাধি ভুল দিয়ে ভরে যায় কবিতা আমার ; ঢাকার মত ! প্রকৃতি কি রেখেছ ? তছনচ সবুজ দেহ ; উড়াল সেতু ক্ষত ? নিয়তি কি ভাঙ্গেনা নিকানো উঠোন ? মাঝিরাও সারি গায় ; বুকের ভেতর ! কুল ভাঙ্গা নদীটাও আপন ভিশন ; গায় পায় , ভালবাসা ; মন ! বানান জানেনা মন চিত্কারে ; আকুতি যেমন ! নগরেও সারি সারি বকুলের বন ! কবির সমাধি পাশে ; আজান , মন উচাটন ! কত শত অভিলাস ছিল অগণন ! বুঝিনা কেন তায় অন্তিম শয়ন ? দেহ তার রহিবে মাটি নয় মন যেমন ! বিধাতাও কাঁদে তায় বিনার মতন ! গা ঘেষে বসে দেখো পুথি বিপণন ! কত মোর পাঠ বাকি ! পরিব কখন ; আজন্ম দন্য আমি প্রাকৃতিক মন ! তঞ্চক তারায় মোরে ! অতিকায় হস্তি যেন ক্রুদ্ধ ভিষণ ; উপাড়িবে সমূলে বৃক্ষ ; ঝড়ের মতন ! কহি তারে ভুলে ভরা প্রকিতি যেমন ; আমারেও মুক্তি দাও তাহার মতন ; এপিটাফ চাহিনা শশান যেমন ! উড়াইয়া লয়ে যাক ; স্বপ্ন টুকু পরে থাক ! ধুলার মতন ! জাহিদ ডাক্তার , ২৭ শে জুন ,২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational