ফেসবুকি কেচ্ছা

ভালই আছি ; কি বল ভালই আছি !
বন্ধু মেলা ; সকাল দুপুর সন্ধে বেলা !
তেল লাগেনা জল লাগেনা ; গাড়ি চলে !
রাত্রি বেলা ! খাবার দাবার ছবির মেলা !
নারী হলে লইকের মেলা ; সকাল না হোক !
বিকেল বেলা ; বিষয় আশয় আছে মেলা !
প্রচার বিচার সবই আছে ; বন্ধু আছে !
ভক্ত আছে ; গদ্য পদ্য সবই আছে !
ঘোমটা আছে ; সতী আছে !
সতি নারীর পতি আছে !

পুথি পুস্তক মানি আছেন ;
গানই আছে ; মাগনা মেলা
আঙ্গুল আছে ; ইজেল ছাড়া !
ছবি আছে ; কবি আছে পদ্য ছাড়া !
নুতুন পুরান বন্ধু মেলা ; দেখা ছাড়া চক্ষু মেলা !
মনে মনে খাত্ছি কলা ; চাপা সবরী কবরী কলা !
রাজা উজির মারছি মেলা ! নারী হলে বন্ধু মেলা !
লইকে আছে মজা মেলা ; বুবু হবু কাবু খালা !
আপু সবার রান্না বান্না ; ফুলের সাজি পানের ডালা !
আছে সবার হাতে মেলা ; জন্ম দিনে কেকের মেলা !
কৃষক ছাড়া ; ছাত্র মেলা ! কালা ধলা ছবির খেলা !
ধর্ম কর্ম সবই চলে ; ঘোমটা দিয়ে সতী মেলা !
পরপুরুষে পুন্নি না হোক ; প্রচার প্রসার সারা বেলা !
দল গড়া আর ভাঙ্গার খেলা ;
ভাগ্য তাদের অনেক ভালো ;
বন্ধু যদি পরবাসী ; পথ যে তাদের সবই খোলা !
পর্ণ কর্ণ বর্ণ ওয়ালা ; ধুতি টুপি পাগড়ি যুয়ালা !
নাই কিরে ভাই ; সংসার ছাড়া ?
হারি পাতিল ; ফলের ডালা !
রূপ আছে ; গন্ধ ছাড়া !
বলছি কি আর মিথথে ছাড়া ?
সত্য মিঠা ; আছে অনেক বাড়ি ছাড়া !
জিন ইনসান শহর ভরা !
ভালই আছি ; চিন্তা ছাড়া !
সবই আছে ; বিবেক ছাড়া !
তাইত বলছি ; ঝগড়া বাগ্রা বন্ধ হবে !
নাড়লে কড়া ; হাসি কান্না ঝরনা ধারা !
সবই আছে প্রাণ ছাড়া ;
আড্ডা হতছে শব্দ ছাড়া !
ভালো আছি মন্দ ছাড়া !
কাব্য করলাম ; ফরমাস ছাড়া !
যাব এবার ঘুমের ঘর !
রইলো পরে কম্পুটার !!

জাহিদ ডাক্তার , ১৫ ই জুলাই , ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational