বিশ্ব বাঙ্কের টাকা ছাড়

আজও পদ্মা নদী দিতছি পাড়ি ; সেতু ছাড়া ফেরি ভরি !
সব নদীতে সাকো হয় ; পদ্মায় তবে কেন নয় ?
বেহুদা নাকি হুদা ছিল ; সে কি তবে তুলসী পাতা ?
তখন সবে সতী ছিল ? নিল যমুনা দিতছি পাড়ি !
বন্ধু সেথা আরা আড়ি !

টাকা ওরা এত দেয় ? আমরা কি সই নতুন চোর !
সব শেয়ালের একই গারা ; ডাকে সবাই হুক্কা হুয়া !
কত রথী মহা রথী ; দিতছে এখন সাগর পাড়ি !
বলনা রে ভাই বলনা ; নেইতো কোনো ভাবনা !
ফেরেস্তারা মানুষ না দেশটা কারো একার না !
ভাবছ মোরা মানুষ না ? ইচ্ছা ওদের মহত না !
টাকার আছে হাত পা ; নাই কেবল বাপ মা !
এত টাকা ওরা দেয় ! ভাবছি তারা কোথায় যায় ?
উন্নয়নের জোয়ার বয় ; শিশু কেন কষ্ট পায় !
বিদ্যালয়ে আগুন জলে ; ছলে নয়তো গায়ের বলে !
খুনি যদি রক্ষা পায় ; ধর্ম তাতে দেবে সায় ?

আয়না রে ভাই আয়না !
অনাচার আর সয়না ; যতই কর বায়না দেরী যেন হয়না !
কামার কুমোর তাতী জেলে ; জায়নারে কেউ মাকে ফেলে !
তোরা সবাই ; এক হলে ওসব মানুষ যাবে জলে !
মনের মানুষ চোর হলে ; ওরা কি তায় চোর বলে ?
এবার কেন এত ভয় ? গুনি মুনি সবাই চুপ !
বুক করে ধুক ধুক ! দেকতে নারী চলন বাঁকা !
কথা আমার নয়তো ফাকা !!

আমিতো ভাই কবি নয় ; বুকের মাঝে কথা কয় !
তাই লিখে যাই ছন্দ ছাড়া ; নদী যদি কথা কয় !
পাছে তোদের ভয় হয় ; তাইত সেযে চুপ রয় !
মিথথা কথা পাপী কয় ; তোদের কেন লাগছে ভয় ?
এতযদি হয় দরদী ; বেঙের আবার জর সর্দি !
চুরি হলে বিচার কর ; আমরা আছি তোদের সাথে !
তাল বাহানা করিস রাতে ; যখন খাবি নিজ হাতে !
ভিক্ষা খেয়ে লম্বা কথা ; বুঝিনা তার আগা মাথা !
বাচতে হলে এই বেলা ; সামলা তবে বড় ঠেলা !
গেলাম আমি গাঙ্গের পাড় ; লাশের ছবি চোখের পর !
নেইতো ওদের ভয় ডর ; থাকতে মান বাংলা ছাড় !!

জাহিদ ডাক্তার , ১৭ ই জুলাই , ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational