চিত্রকল্প

ছবি তুই খোকা আকিশ্না যেন ; বেহেস্ত পাবিনা পরে !
অকিনাত মা ; দেখি কেন তা মুদিলে চোখের পড়ে ?
মোর অখি জলে ; জলছবি আকে মুক্ত আলোর খোজে !
ছবি ভাসে মনে ; চক্ষু মুদিলে না পাবার তব তরে !

স্বর্গেতে কাল দেখা দিয়েছিল ; আকাশের কালো মেঘ !
ভাবিলাম আমি ; পুণ্য কি জানি ? ধরাতে নাইকো শেষ !
বর্ষা গাহিছে অবিরত গান ; কলের গানকে ছাড়ি !
অজস্র বারি ; ঝরিছে ধরাতে নেয়্নাত কোনো আড়ি !

চায়না সর্গ ; মর্ত আমার ভরে দাও মম প্রেমে !
হিংসার থাবা ; মুছে দাও প্রভু ধরা হোক তব প্রেম !
ঋদয় খুড়িয়া নিয়ে যাও সখা ; হেথা আছে যত পাপ !
তার পর দেখো ; সাত আসমান ভাঙ্গিয়া পরেছে -
ছিল যত অভিশাপ ! খুনিরা সেথা কাদিবে তখন ;
করে থাকে যদি পাপ !!

চাহিনা স্বর্গ ; মুছে দাও প্রভু , লোভের লেলিহান জালা !
কত শত মন কাদে অবিরাম ; মুছিতে ক্ষুধার জ্বলা !
কোথা থাক তুমি ? খুজিব কোথা আমি যে ক্ষুদ্র অতি !
মনজে আমার আকিছে সদাই ; জল ছবি নিরবধি !

জাহিদ ডাক্তার , ১৭ ই জুলাই , ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational