গ্রামীন ও বিশ্ব বাংক ( Bank )!
ওয়াটার গেট কেলেংকারী আমরা করেছিলাম ?
নাকি সাধীন দেশ ইরাক ; তারে ধুলায় মিশিয়ে দিলাম !
মহাজন ভিক্ষা দেয়না ; দেয়যে কেবল ঋণ !
ভাবখানা তার মনিব মোদের ; আমরা দিন হীন !
তোমার কথা শুনলে বাপু সেতু মোদের হবে ;
তাইত দেখি ; গ্রামীন মুমিন সুধ খোরদের দলে !
ইসলামের দল গুলো আজ কোথায় গেলে ভাই ?
দেশকে করে জুত পেটা কারো খবর নাই ;
আবুল কাবুল আঙ্গুল ফুলে কলা গাছ আমরা তা জানি !
সিঙ্গাপুরে টাকা রেখে সবাই আজ মুনি !
আমার পুত্র চুরি করলে কোনো কথা নাই !
তোমার পুত্র ঘুষ খেলে ; কারো ক্ষমা নাই !
গ্রামীন নেতা ; শান্তি দাতা কোথায় গেলে ভাই ?
দেশ দরদী হয়ে থাকলে বলনা কিছু তাই ;
আজীবন কেউ যদি এম ডি থাকতে চায় !
অন্য কোথায় তারে কিন্তু স্বৈরাচারী কয় !
সুদের টাকায় সেতু হবে ; ভিক্ষা তে তো নয় !
বিশ্ব বাংক মার্কিনিদের সবার কিন্তু নয় !
চুরি ছাড়া কোন দেশেতে সেতু আবার হয় !
আরব দেশে সন্য রাখা বৈধ কিন্তু নয় !
ইরান যদি বোমা বানায় ওদের লাগে ভয় !
হিরোসীমায় বোমা মারলে হয় তোদের জয় ?
আমরা হলাম চাষা ভুষা অত কি আর বুঝি !
মাথা বেচে পদক নেব ; যত পারি খুশি !
আমার ছেলে চুরি করলে ; বিচার করব আমি !
তুই বেটা সাধু সাজবি ; তেল করে ডাকাতি ?
এসব কথা বলতে গেলে পদক কি আর পায় !
তাইত শেষে চেনচেলোর ; মোদের বন্ধু নয় ! (chancellor )
কয়দিন আর করবি তোরা এমন অভিনয় ?
দেখবি শেষে ; আজকে নাহক কালকে হবে !
জনতারই জয় !
জাহিদ ডাক্তার , ৩ রা জুলাই , ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational