বাড়ি নেই অবনী

দিন কাল ভালো জাতছিল না বড়দার
দেশে যে হারে মানুষ বাড়ছিল কদর কমছিল
ডাক্তার কবিরাজের মিস্তিরি নয় ইঞ্জিনিয়ার !
পরতি বাজার শিক্ষার !
অগত্তা ভিটে টুকু কবিরাজের ভাইয়ের নামে
দলিল করে দিয়ে মা মেয়ের হাত ধরে
ছোট মেয়ে নাকি বড় কে জানে একমাত্র সাহস
অবনী তখন ওই বছর পাঁচেক বয়স !
দেশ ছেড়ে চলে যায় ওরা সে অনেক দিনের কথা !

আমাদের বয়সী কেউ ছাড়া কারো মনে থাকার কথা ?
মেধাবীদের কথা আলাদা ওরা রাতের স্বপ্ন পর্যন্ত
বলে দেয় মনে রাখে শুধু তা ভেবনা রীতিমত
পেটেন্ট করে বাজারে বিকোয় সেই স্বপ্নের ওষুধ !

তবু কাল মধ্যরাতে ওর বন্ধুরা কি যেন নাম বাপু
কি করে বলি ; খোজা খুজি করছিল নাম ধরে
আর ডাকছিল ওর নাম "অবনী বাড়ি আছিস ?"
আমি বলতে জেয়ে চুপ করে গেলাম অথই মানে
আমার বড় কননা চিতকার করে
বলে ঘরের দুয়ার খোলা বাবা !
অবনী আপুতো বাড়ি নেই গেল কোথা ?

আমি মনে মনে বলি বোকা !
যাবে আর কোথা এই তো দেখলাম হেথা
যাবে আর কোথা মানে হয় হেথা নয় সেথা
কথার কথা বাড়ি নাই এই যা !

জাহিদ ডাক্তার ৫ ই নভেম্বর মাধবদী নরসিংদী ২০১২ খ্রি :


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Early pregncy

poet

মুক্তিযুদ্ধ