কেবলা এখন মার্কিন বুঝি


মোল্লা তুমি মাল্লার মাঝি
গামছা ধারী
বেশতো পেতে বসে যাও
আসবে হাড়ি খাও !

তুমিতো কম নও
ডিগ্রী ধারী
পাতলে থালা বন্ধু ভারী
পাবে কারী কারী
ওই মুলুকে শশ্রুধারী
বাংলার গাজী
ক্ষমতার লোভে ফের ডিগবাজী ?

আহারে ওই বয়সে প্রত্যেকে বুঝি
ভাগ্গিস আজও দন্ত বিকাশি
না হাসলেও হাসছি ভারী
বীরের মুখে
আজ একি শুনি !

পদ লেহন ?
নাকি পরা পানি !
আমরা নাহয় ক্ষুদ্র জাতি
বাঁচিবার চাই এইতো আকুতি
কর জোড় শুধু এই মিনতি !


জাহিদ ডাক্তার ১১ ই নভেম্বর ঢাকা ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Early pregncy

poet

মুক্তিযুদ্ধ