হৈমন্তী

সকাল থেকে টিপ টিপ বৃষ্টি !
তাই বুঝি রবি এই ঋতুতে নাই সৃষ্টি
তোমার হৈমন্তী কাব্য নয় গল্প বাসি
শেফালি গাহে বিরহ গান দিবা নিশি !
কার্তিক আমি নহি দূর্গা পুত্র তার শ্রাদ্ধ
অপরূপে আসিবে ভরা ক্ষেত যত্রতত্র !

রাজপুত্র নহে তুমি আমি কেহ
আমারি মত এক সর্বহারা কহে
হেমন্তে তোমার সাথীরা
গাহে ফসলের গান নবান্নে আত্মহারা যারা
অঘ্রানে ভরা ক্ষেত মুজুর তাহারা !

এত কবি কেহনাই নবী এই ভূমে
আমাদের ঋতু তাই নাহি চুমে মরুভূমে
আমাদের ধরণী ষড় ভুজে ফসলের গান
কোন তস্করে লুটিল মান লক্ষী সরার প্রাণ !
বেদুইন কহ কবে ছিল তাহার অন্তর অমলিন
আদি অন্ত আছে অনাবিল জলে অন্তমিল !

বাশি বাজিবেনা আর গাহিবেনা ক্ষতিকি ?
সবকিছু গাই গান বিরহগীতি নির্ভিক !
নার্গিস গোমতি বিরহে নজরুল ফেরেকি প্রাণে
হায়রে পিটি লেফট রাইট হতচ্ছাড়া রেঙ্গুনে !
বাকুরায় দুর্ভিক্ষ ভাগ্যহত
ভালবাসা বোঝেনা প্রেম অনাহুত !

যমুনাও শুকায় চর জাগে পদ্মায়
মাঝি দেখো কাস্তে নয় সওয়ারী বায় ঢাকার আঙ্গিনায় ! তাহারা করে পাশ্চাত্য চিত্কার গনিকা মনা !
লক্ষী সরায় জলের কনা অশ্রু রসে বোনা
ধুমায়িত ধুপি বিকোয় বিকেলে কলরব শোনা !

বাসরির বাসর শুধু হাসি আর কান্না
কিছতেই ফেরানো যায়না আবার ভালবাসার সাধ বাহানা
পাতার কুটিরে ভালবাসার সাধ জাগে যায়না গাওয়া গান
নতুন সুরে গাহে চন্ডাল পুত্র চিত্রাঙ্গদা
এমনি বুঝি ছিল তাহাদের পিতা মাতা !

নাইয়া পরের ঘরণী সওয়ারী জাদু করে সুর
কোকিলারা যায় স্বর্ণ পুর সারথী অসুর !
কি গাহে কেবলি শুনি বিরহ বিধুর
যন্ত্র দানব দুই কানে ইথার সাধুর !আর কোলাহলে সময় যায় আসে স্বরাজ রাজটিকা
দিপ্ত জয়শ্রী বকেয়া সেলাই কবিতা বাঙলার নাটিকা !
হৈমন্তী তুমি সন্তান সম্ভবা নায়িকা !

জাহিদ ডাক্তার ৪ ঠা নভেম্বর ২০১২ খ্রি:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Early pregncy

poet

মুক্তিযুদ্ধ