বোবা বোধ

ইন্দ্রগুলি চল নেড়ে চেড়ে দেখি
চক্ষু তুমি কি দেখো ?
চশমা সমেত সেই কবে থেকে
ক্লান্ত আমি দৃষ্টি বিকল আদি অন্তে !

কন্ঠে তাহার মধু মাখা ভাষা
কর্ণ কুহরে জাগেনা নতুন আশা
ঘ্রানের শক্তি আজও কি আছে অবশিষ্ট
সোদা গন্ধ ঘিরে থাকে যেন মোহাবিষ্ট !

জিহ্বা এত দীর্ঘ হয় ! জিরাফ নয়তো ?
লালসা দেখো লাগাম ছিন্ন দিগন্ত বিস্তৃত
কোনো বোধ আজ আর নাই অবশেষ
স্নায়ু গুলি তবে কেবলি বিকল
উড়েনা তাইত আকাশে বিফল
স্বপ্ন অবিরত !

জাহিদ ডাক্তার ২৬ শে নভেম্বর মাধবদী ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Early pregncy

poet

মুক্তিযুদ্ধ