লাটিম

ওই আমলেও একটা
লাটিম ছিল আমার ঘুরত অনেক জোড়ে
সাড়া পড়ত ভর দুপুরে
চেনা এক দুপুর

সেই দুপুর
মনে আছে তোর ?
মনে থাকলেও কি আর না থাকলেই কি
কিছুই যায় আসেনা তাতে !
এখন সন্ধা রাত আসবে একটু পর
তার পর আবার সকাল হয়ে দুপুর !

তবু কোনো কোনো দুপুরকে
সারা জীবন মনে থাকে
এর কোনো মানে হয় ?

মন তুমি বেজায় বোকা
খামাখা এত ভাব কেন
ভাবনা গুলোকে মুক্ত করে দাও
যেখানে খুশি চলে যাক !

তার পর চল আমরা আবার ফিরে যাই !
সময়কে পেছনে ফেলে দুরে
অনেক দুরে !
যেখানে সময়ের কোনো নাম থাকেনা !

জাহিদ ডাক্তার ১৬ ই নভেম্বর ভুলতা নারায়নগঞ্জ ২০১২ খ্রি :


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Early pregncy

poet

মুক্তিযুদ্ধ