রীদয়ের জং ধরা যত কপাট ভাঙ্গিয়া দাও

এতক্ষণে মনে হতছে তাহারা এক অচলায়তনে বন্দী
তাহারা না পারে গিলিতে না পারে উগ্রাইতে
ইহাকেইকি বলে ত্রিশঙ্কু অবস্থা ?

মিথ্যার এই রূপ অবস্থায় পরতেই হয় !
জানিলে কষ্ট বারে বই কমে না
তবু জিজ্ঞাসার শেষ হয়না
একবার জানিতে শিখিলে আর নিস্তার নাই !

খরস্রোতা নদী দেখিয়াছি !
আপন পর কিচ্ছু মানেনা
যাহা পায় তাহাই ভাসাইয়া লইয়া যায় !
ঘর বাড়ি পশু গবাদি কি নাই তাহাতে বানের জলের
এমনি জোর !

শুধু পারেনা মত্সকে ভাসাইতে !
সে কেবল স্রোতের বিপরীতেই উজাইতে চায় !
খোলসে পুটি পাবদা এমনকি ডান কানা পর্যন্ত !
জলে যাহারা বাস করে তাহারা কি কুমিরকে জানেনা ?
বোধ করি নিশ্চই জানে তবু পালায়না !

সুতরাং জলে বাস করিবার অধিকার কেবল যাহারা জলজ তাহাদেরই !
সাগর সকল কিছু গ্রাস করে খরস্রোতা নদীয় তাহার বসে !
তাই বলিয়া আমরা তাকে ভালোবাসিবনা ?
ইহা কেবল কাপুরুষদেরই সাজে
স্রোতের অনুকূলে চলা !
জয় বাংলা !

জাহিদ ডাক্তার ঢাকা ২র নভেম্বর ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Early pregncy

poet

মুক্তিযুদ্ধ