অক্ষত জিন

মৃত্তিকা কহে সহাস্য বদনে চন্দ্র ভ্রমন শেষে !
এতদিনে তুমি মোর কাছে এলে জলজ খনিজ মিলিল অনিমেষে !
সিন্ধু কেবল অশ্রুবিন্দু অপার জলধি বহে !
শুষে নেয় জল পরে থাকে নিমকস্ফটিক তরুণ অরুণ দিবসের অবসানে !
খুলির ভেতর গুলি বিধে রয় জিন গুলি তাহে রহে অক্ষয় !
মুক্তি পাগল নীলপরীদল আলোয় মিলায়ে মিলে প্রতি ক্ষণে !
ফোটন কনায় ভিরকরে এসে বোস ভাবে মনে মনে !
বিজলিবাতি মিলিয়েছে ভুত ছিল যাহা জনে জনে !

বাঙ্কারে ছিল ছত্রীসেনাদল মুক্তি পাগল জাগ্রত জিনে জিনে !
ভাবিয়াছ তুমি কোন জাদু বলে আবার সহাসে সেই মহেন্দ্র ক্ষণে !
কোষের ভেতরে প্রাচ্চ ঘানিতে শক্তি ভবনে ডিয়ানা পাকের মনে !
কেন্দ্র বিন্দু হেলিক্স গঠনে ছন্দ কাব্য শোনে !
জীবনানন্দ ভাঙ্গিয়া তাহারে নিয়ে লাশ কাটে ডোম সনে !

সবের যাত্রা দখিনেও আছে মিলে জিন ভ্রান্তি বিলাস নহে !
ক্ষুধা জালা কহ কাহাতক সহে বাছা কেদে ফেরে স্তনে !
জিন ভুতে তবে সক্ষতা রহে যুগ দিগন্ত কহে !
আমি নগন্য পাগলের জিন তাই মনে অন্নন্ত বহে !
সকলি কেবল স্থান চুত হয়ে কিবা রহে চুপে চুপে !
কহিব তাহারে ক্ষয় রোগ নহে কর্কটে নাচে উত্সবে !

দর্প তাহার হিমালয় সম কভু আসেনা বসে !
তাবত মুনিরা খুজিয়া ফিরিছে গ্রহ গ্রহান্ত চোষে !
মুদ্রা নহে জিন বায়েঙ্কও গড়িয়াছে তারা ক্লেশে অবশেষে !
অমর তো কোনো আত্মা নহে জিনোম তাহারে কহে !

জীবনেরও যেন কারিগুরী আছে আধেক অজানা বাকি !
ভুত প্রেত নহে অতৃপ্ত কেহ দৃষ্টিভ্রম বাকি ফাকি !

জাহিদ ডাক্তার নরসিংদী ৯ ই সেপ্টেম্বর ২০১২ খ্রি :



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational