এবারেউ বুঝি বৃষ্টি হলনা

কাল নাকি ছিল একাদশী চাঁদ গগনে
তাই চেয়েছিল বৃষ্টি গর্জন ছাড়া মেঘে
হায়রে মেঘ আকাশে তাপ যত মোর আছে গতরে
গুমোট গরমে ঘামে নেয়ে উঠি আচল বিছায়ে পাটিতে
তোমরা তাহারে কোন নামে ডাক হোগলা নাকি মাদুরে

খিরকি দিয়ে পালিয়ে যাবি বলে চিপাহী দাড়ায়ে
বাবা কন কেসে থানা হাজতে মা বুঝি তোর নামাজে
আহ কি কষ্ট শীতল পরশে মনের হুতাশে
আরো টাকা চায় চায় আরো চায় যেতে স্বর্গে
হিমাগারে জবে আলু রেখেছিনু
কিযে সে মধু বায়ু বুঝাই কেমনে তোরে
নিয়ে যাব তোরে জামিন হলে কাল মুক্তার কোর্টে
কেন যে গেলাম মিছিলে হাভাতে ঘরে দুলাল আমার যাদুরে
খায়নিত ভাত আধপেটা কননা সমেত জায়াতে

ওদের আমার ঢের দেখা আছে তিন কুড়ি আজ বয়সে
কোন কালে কোন বিচারে বলনা গদি রয় সদা খাতিরে
পুথি পুস্তকে সেজদা কোরানে ভোট কভু দেয়
মুর্দা ফরাশে কত টাকা হলে বাড়ি ঘর জ্বলে
হিংসায় জ্বলে ইন্ছাফ বুঝি তাহাকেই বলে
জলন্ত চিতা নগরে সড়কে
বুঝি জলন্ত বাসে শ্রমিক না শাসক ছিল নাকি ভোট ডাকাতে

গলা থাকে উচু চোরের মায়ের শুনেছি বাজান মুখে
আর থাকে উচু দালানের মিনারে মন্দিরে
আমাদের তরে কাফন কেবল চিতার আগুনে ঝলসে
শশান তো নয় শোষনের কল ফের বছরে
ভোটের হাবাতে গলাগলি করে আমোদে
চাইনা এমন ভগবান আমি শুধু কয় মিছা
ঢের ভালো থাকি আবাদে

ফলাই কুমড়ো দোচালার ছাদে
মিত্থাত নয় ফরিয়া বেড়ায় হাট বার এসে
বিড়ির আগুনে বির বির করে
লাউয়ের শাকের দর পরে গেছে
কাবাব পরাটা আর চায় ওরা সরাবে
শেষ কালে এসে মেহ রোগে ধরে
তাবত বুড়ারা পার্কে আর বুঝি সাঝ সকালে
বিহান বেলায় মুড়ি দুমুঠি কোচে দিয়ে ছিল বেধে !
মেম্বর সাবে ডাক দিল মোরে এলোনা এখনো হাজতে
তুই বাছা ফের যা চলে ঘরের মাচানে
বেছন বেচে টাকা পাবি কিছু
থানায় দিয়ে বড় বাবু ডেকে দিবি তারে ডেকে আড়ালে
না হলে কিন্তু গারদে পাঠাবে মনে থাকে যেন নিদানে !

জাহিদ ডাক্তার ২৬ শে সেপ্টেম্বর ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational