কৌতুক :

ক্লাসে ঢুকে শিক্ষক আবৃতি করছেন : " হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে .....সিংহল সমুদ্র থেকে নিশিথের অন্ধকারে মলয় সাগরে !
ওখনে ছিলাম আমি ....আমাকে দুদন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন !"
শিক্ষক থামলেন !
শিক্ষক : আচ্ছা তোমাদের মধ্যে কেউ বলতে পারবে কবি জীবনান্দের বয়স কত ?
পিন পতন নিরবতা কারণ বিজ্ঞানের ক্লাস ছাত্ররা নিউটনের থার্ড ল নিয়ে চিন্তিত ছিল ; জীবনান্দের বয়স জানত না !
পেছনের বেঞ্চের এক ছাত্র ভিশন দুষ্ট ! হাত তুলে দাড়ালো !
ছাত্র. : বাহান্ন বছর সার !
শিক্ষক : তুমি কেমন করে জানলে ?
ছাত্র : আমাদের বাড়ির পাশে এক অর্ধ উন্মাদ কবি ছিল ; নাম তার সুকান্ত ভট্টাচার্য ! ওনার বয়স ছিল ছাব্বিশ বছর !
উনি আধ পাগল ছিলেন ! জীবনানন্দ ফুল পাগল তাই বাহান্ন বছর !

( কৌতুকটি নতুন আঙ্গিকে পরিবেশিত হলো )

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational