সাহসী সবাই নয়

খুব কষ্ট হয় !
সবাই কেমন পিছুতে চায় !
পূর্ব পুরুষ সাহসী ছিল তাই যেন স্বাধীনতা পেল !
রক্ত নদী পেরিয়ে এসে বালুর চরে আটকে গেল !
আমার সত্তি লজ্জা লাগে !
কেমন করে নিরবে !
সইছে দেখো !
যেন একা !
বোকা !!

সাহস থাকলে সৃষ্টি হবে !
সত্য তবে কথা কবে !
বলতে এবার শুরু কর !
দেখবি পথ তেপান্তর !
সেই সুদুরে আছে ঘর !
দেখনা চেয়ে !
এগিয়ে যেয়ে !
কেউ না কেউ !
আসবে সেউ !
ডাক দে !
আপনাতে !
সত্য গতি !
প্রগতি !!

জাহিদ ডাক্তার ১৪ ই সেপ্টেম্বর ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational